ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সেজান জুস কাখানায় শিশু শ্রমিক ছিল কি না খতিয়ে দেখছে র‍্যাব’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১৫ জুলাই ২০২১   আপডেট: ২০:৫৭, ১৫ জুলাই ২০২১
‘সেজান জুস কাখানায় শিশু শ্রমিক ছিল কি না খতিয়ে দেখছে র‍্যাব’

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘রূপগঞ্জে আগুনে পোড়া সেজান জুস কাখানায় শিশুরা কাজ করেছে কি না তা খতিয়ে দেখছে র‍্যাব। শ্রম অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অন্য শিল্প প্রতিষ্ঠানেও শিশুশ্রম বন্ধে কাজ করবে র‍্যাব।’

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নি দুর্ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পাঁচশতাধিক শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫২ জন নিখোঁজের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। একটু সময়ের ব্যাপার। নমুনাগুলো মিলিয়ে লাশ শনাক্ত করার পর নিখোঁজের বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তারপরও তখন নিখোঁজ থাকলে আমরা সে বিষয়ে কাজ করব।’ 

এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল একে আজাদ, র‍্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুইন উদ্দিন, র‍্যাব-১১ এর অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশাসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়