ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনামগঞ্জে মসজিদে ঈদের জামাত আদায়ের সিদ্ধান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৫ জুলাই ২০২১  
সুনামগঞ্জে মসজিদে ঈদের জামাত আদায়ের সিদ্ধান্ত

সুনামগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত স্বাস্থ‌্যবিধি মেনে মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চলমান কোভিড পরিস্থিতির জন্য এবারও পবিত্র ঈদুল আযহার নামাজ সরকারের নির্দেশিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে একবারের জায়গায় তিন বার করে জামাত আদায় করতে সবাইকে আহ্বান জানাচ্ছি। এছাড়াও কোরবানির পশুর হাট ও স্বাস্থ্যবিধিসহ সরকারের বিধিনিষেধ মেনে চালানোর অনুরোধ করেছেন এবং কোরবানির পশুর চামড়া, রক্ত ইত্যাদি যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার আহ্বান জানাচ্ছি।’

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন— পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তছলিম এহসান প্রমুখ।

আল আমিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়