ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৬ জুলাই ২০২১  
৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ১ কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজমার খাল এলাকার একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব চিংড়ি পোনা জব্দ হয়।

শুক্রবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বিষয়টি জানিয়েছেন।

কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। পরে পোনাগুলো উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়। এতো পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো জব্দ করা হয়নি।

এছাড়া নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়