ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্পেশাল ট্রেনে ঢাকায় গেলো ৭৭ গরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ জুলাই ২০২১   আপডেট: ১৯:৫৯, ১৭ জুলাই ২০২১
স্পেশাল ট্রেনে ঢাকায় গেলো ৭৭ গরু

কোরবানির পশু ঢাকায় বিক্রি উদ্দেশ‌্যে কম খরচে পরিবহনের জন্য স্পেশাল ক্যাটেল ট্রেন চালু করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ট্রেন চালু হওয়ার পর ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত মোট তিন দিন পর্যন্ত পশু পরিবহন অব‌্যাহত থাকবে। 

শনিবার প্রথম দিনে স্পেশাল ক্যাটেল ট্রেনের টারটি ওয়াগনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭৭টি গরু স্বল্প ভাড়ায় ঢাকায় গেলো। 

গরুর খামারিরা বলছেন, কম টাকায় কোরবানিযোগ্য গরু ঢাকায় পাঠাতে পেরে আনন্দিত। সরকারে এমন উদ‌্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। 

এদিকে রেল কর্তৃপক্ষ বলছেন, স্পেশাল ক্যাটেল ট্রেনে আগ্রহ বেড়েছে গরুর খামারিদের।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন শিমুল জানান, ‘প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন। সে কথা আজ বাস্তবায়িত হলো। কোরবানি যোগ্য পশুগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াগনের মাধ্যমে যথা সময়ে ঢাকায় পৌঁছে দিতে পারব। গরু নিরাপদে ঢাকায় যেতে পারবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ বলেন, ‘আমের সময় আমরা স্পেশাল ম্যাংগো ট্রেন পেয়েছি। আর কোরবানি সময় কোরবানি যোগ্য পশুদের ক্যাটেল ট্রেন পেলাম। গরুগুলো নিরাপদে কম খরচে ঢাকায় পৌঁছে যাবে। আমরা গরু খামারিদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই আনন্দিত।’

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা (তেজগাঁও) রুটে কোরবানিযোগ্য গরুগুলোর জন্য মোট চারটি ওয়াগন প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে গেছে। সেটি রাত আড়াইটা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে তেজগাঁও পৌঁছাবে। আবার ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ‌্যে ছেড়ে আসবে।’

শিয়াম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়