ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে রেলক্রসিংয়ে গরুসহ ২ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৮, ১৯ জুলাই ২০২১  
যশোরে রেলক্রসিংয়ে গরুসহ ২ ব্যবসায়ীর মৃত্যু

যশোরের অভয়নগরে অবৈধভাবে তৈরি করা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুইজন গরু ব্যবসায়ী ও দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকাল ১০ টার সময় উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই গরু ব্যবসায়ী হলেন- উপজেলার পায়রা ইউনিয়নের পদ্মপুকুর এলাকার মৃত নওশের আলীর ছেলে শহিদ শেখ (৫৫) ও একই ইউনিয়নের সমশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মফিজ (৪০)। এছাড়া গুরুতর আহত একই ইউনিয়নের বারন্দি গ্রামের সবুর গাজীর ছেলে রাসেলকে (৩০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১০ টার সময় একটি আলমসাধুতে করে তিনটি গরুসহ তিনজন গরু ব্যবসায়ী মাইলপোস্ট এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুইটি গরু মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুইটি মৃত গরু ও চুর্ণবিচুর্ণ আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) পাওয়া গেছে।

সাকিরুল কবীর রিটন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়