Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

ধান ক্ষেতে পড়ে ছিল আহত মেছো বাঘ

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ জুলাই ২০২১   আপডেট: ০৮:৫১, ১৯ জুলাই ২০২১
ধান ক্ষেতে পড়ে ছিল আহত মেছো বাঘ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৭ জুলাই) সকাল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে ধানক্ষেতে বাঘটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত অবস্থায় বাঘটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই।’

পরিচালক  জানান, বাঘটি মারাত্মক আঘাত প্রাপ্ত। বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়