ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ মৃত‌্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৯ জুলাই ২০২১  
কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ মৃত‌্যু

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এদের মধ‌্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, এই সময়ে নতুন আরও ১২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এনিয়ে, জেলায় দ্বিতীয় ধাপে নতুনভাবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৬ জন। যার মধ‌্যে শুধুমাত্র সদর উপজেলাতেই ৬৭০ জন রয়েছেন।

সোমবার (১৯ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ১৫ জনের মধ‌্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের মধ‌্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আরও ৯ রোগী করোনা উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া বাকি ৩ জনের মৃত‌্যু নিজেদের বাড়িতেই হয়েছে।

অন‌্যদিকে, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১২৪ জনের মধ্যে ৩৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ৮৬ জনের মধ্যে হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ২৫ জন, কুলিয়ারচরেু ১০ জন, ভৈরবে ২২ জন, বাজিতপুরে ১০ জন, ইটনাতে ৩ জন এবং মিঠামইনে ১ জন শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে জেলায় এ পর্যন্ত ৭৫০৮ জন শনাক্ত, ৫৯০৬ জন সুস্থ এবং ১২৬ জন মৃত্যুবরণ করেছেন।

রুমন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়