ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারের রেকর্ড

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২০ জুলাই ২০২১  
বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারের রেকর্ড

ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।  বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় বেশি যানবাহন পারাপারের নতুক রেকর্ড হয়েছে। স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার যানবাহন পারাপার হলেও মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৪৮ হাজার ৪২৩ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। 

এই ঈদে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৮ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লড়ি, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন পারাপার হয়েছে।  টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০  টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, আসন্ন ঈদ কেন্দ্রিক মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে।  বিগত তিন দিনের টোল আদায়ের রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এতে প্রায় তিন কোটি টাকা টোল আদায় হয়েছে।

/কাওছার/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়