Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২০ জুলাই ২০২১  
শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

আগামীকাল ঈদ। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। মঙ্গলবার (২০ জুলাই) ভোর থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষের ঢল নামে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। তবে মানা হচ্ছে না স্বাস্থ‌্যবিধি।

ভোর থেকেই অনেকে মোটরসাইকেলে করেও বাড়ি ফিরছেন। তবে দফায় দফায় বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  

ঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত গণপরিবহন ও পণ‌্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। ৮৭টির মধ্যে ৮৩টি লঞ্চ চলাচল করছে। স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই যাত্রী চাপ বেশি রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পার করা হচ্ছে।

শেখ মোহাম্মদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়