ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গোপালগঞ্জে ঈদ জামাতে করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২১ জুলাই ২০২১   আপডেট: ০৯:৫০, ২১ জুলাই ২০২১
গোপালগঞ্জে ঈদ জামাতে করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া

মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি ও সারা বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ।  এ নামজের ইমামতি করেন ইমাম মাওলানা হাফিজুর রহমান।  শিশু ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান। পরে একই স্থানে সকাল ৮টায় ২য় ও সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ জেলার জনতা রোড জামে মসজিদ, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ এবং কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো।

বাদল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়