ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় ১৫০ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২১ জুলাই ২০২১   আপডেট: ১০:১৭, ২১ জুলাই ২০২১
কুষ্টিয়ায় ১৫০ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে মুক্তি দানে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়। এছাড়া দৌলতপুর, মিরপুর, কুমারখালী, খোকসাসহ কুষ্টিয়ার ৬টি উপজেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানিতে অংশ নেন।

কাঞ্চন কুমার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়