ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুষ্টিয়া হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২২ জুলাই ২০২১  
কুষ্টিয়া হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করে জানান, ২১ জুলাই সকাল ৮টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরধ্যে ১০ জনের করোনা পজিটিভ ছিলো। আর ৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫৫ জন উপসর্গ নিয়ে মোট ২৪১ জন ভর্তি রয়েছেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৬১ শতাংশ। এ নিয়ে জেলায় ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

কাঞ্চন কুমার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়