ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী চাপ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২২ জুলাই ২০২১   আপডেট: ০৯:৫২, ২৩ জুলাই ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী চাপ 

ঈদের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। একদিকে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছেন অনেকে। অপরদিকে লকডাউনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীদের চাপ বেড়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই এ নৌপথে ১৭টির মধ্যে ১৪টি ফেরিতে যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়িসহ ৫ শতাধিক যানবাহন। তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 

এদিকে, অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে দেখা গেছে। এ নৌপথে ৮৭টির মধ্যে ৮৪টি লঞ্চ চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ‌্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকাল থেকে যাত্রী এবং মোটরসাইকেলের চাপ রয়েছে ফেরিগুলোতে। বেশ কয়েকটি ফেরি ছাড়তে হয়েছে শুধু যাত্রী ও মোটরসাইকেল নিয়ে।

শেখ রতন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়