Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৬ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১১ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

যশোরে করোনায় ৬ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৩ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৯, ২৩ জুলাই ২০২১
যশোরে করোনায় ৬ জনের মৃত‌্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে পাঁচজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

শুক্রবার (২৩ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।   

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ১১১ জন এবং ইয়েলো জোনে ৪৩ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ২১ জন এবং ইয়েলো জোনে ২০ জন ভর্তি হয়েছেন। যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা রেড জোনে এবং যাদের মধ‌্যে করোনার উপসর্গ আছে তারা ইয়েলো জোনে চিকিৎসাসেবা নিচ্ছেন।

এদিকে, যশোর সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ‌্যে ১৩ জন করোনা পজিটিভ ও ৫৫ জন করোনা নেগেটিভ হয়েছেন।

রিটন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়