Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৩ জুলাই ২০২১  
সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়াল

সিলেটে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছয়শ’ অতিক্রম করেছে। 

শুক্রবার (২৩ জুলাই) সকাল আটটা পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন।

এর মধ্যে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল আটটা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। আর এ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৪ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৬৪ জনে।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ২৫২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ২৭ হাজার ৭১২ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনই সিলেট জেলার বাসিন্দা। সবমিলিয়ে এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৮৪ জনের। সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। এ সময়ে চার জেলার বিভিন্ন হাসপাতালে ১৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৩৮৯ জন ভর্তি আছেন।

নোমান/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ