ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জরুরি যানবাহন পারাপারে পাটুরিয়ায় চলছে ২ ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২৪ জুলাই ২০২১  
জরুরি যানবাহন পারাপারে পাটুরিয়ায় চলছে ২ ফেরি

করোনা সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে লকডাউন চলছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে জরুরি যানবাহন পারাপারে পাটুরিয়ায়-দৌলতদিয়া নৌরুটে চলছে দুইটি ফেরি।

শনিবার (২৪ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লকডাউনে যেসব জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন চলাচল করতে পারবে সেগুলো ঘাট এলাকায় আসছে। এসব যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি চলাচল করছে। এ নৌরুটে স্বাভাবিক সময়ে ১৬টি ফেরি চলাচল করে। তবে এখন এসব ফেরি ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। ঘাট এলাকায় অ‌্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, অক্সিজেন বহনকারী যানবাহন আসলে ফেরিগুলো ছাড়া হচ্ছে।’ এর বাইরে লকডাউন বাস্তবায়নে ঘাট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। 

জাহিদুল হক/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়