ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১১:৪৮, ২৪ জুলাই ২০২১
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।  

এদিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ নিয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩২% শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৬৮ জন আর উপর্সগ নিয়ে ৬০ জনসহ মোট ২২৮ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কাঞ্চন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়