ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জোয়ারের ঢেউয়ে ধসে পড়লো হিমছড়ির রেস্ট হাউজ ‘মাধবী’

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১২:৩৮, ২৪ জুলাই ২০২১
জোয়ারের ঢেউয়ে ধসে পড়লো হিমছড়ির রেস্ট হাউজ ‘মাধবী’

বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের জোয়ারের আঘাতে কক্সবাজারের হিমছড়িতে ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবী’। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ‘মাধবী’ নামের রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপুর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সেখানে একটি পাবলিক টয়লেট ছিল। সে থেকে ভবনটি খুবই ঝুঁকিপুর্ণ হিসেবে ছিল। শনিবার বেলা ১১ টার দিকে হঠাৎ সাগরের ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের অংশ বিশেষ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তালের কারণে জোয়ারের বড় বড় ঢেউ কূলে আঘাত করে। এমতাবস্থায় ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ভবনটি। তবে এসময় রেস্ট হাউজে কেউ ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি।’

তারেকুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়