Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৫, ২৪ জুলাই ২০২১
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের।
শনিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক  (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার। এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট ২ হাজার ১২৬ জন মারা গেছেন। 

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আট জন, যশোরে ছয় জন এবং নড়াইল, মাগুরা, ঝিাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১২৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৯৭৩ জন।

নুরুজ্জামান/ইভা

সর্বশেষ