ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৪ জুলাই ২০২১   আপডেট: ১৯:০৮, ২৪ জুলাই ২০২১

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) বন্দরনগরী চট্টগ্রামে রিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। নগরীর প্রধান সড়কের আশপাশে শপিংমল, দোকানপাট বন্ধ থাকলেও অলিগলির অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। ভিড় রয়েছে কাঁচা বাজারেও।  

দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমনচিত্র দেখা গেছে।

সরেজমিন চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন, ২নং গেট, জিইসি, লালখান বাজার, নিউ মার্কেট, বহদ্দার হাট, চকবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,   বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষ বাসার বাইরে আসছেন। চলাচলের ক্ষেত্রে সবাই রিকশা ব্যবহার করছেন। এর ফলে নগরীজুড়ে রিকশার চলাচল বেড়েছে আগের দিনের তুলনায়।

লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) নগরীতে ব্যক্তিগত প্রাইভেটকার চলাচল না করলেও আজ নগরীর সর্বত্র প্রাইভেটকারের চলাচল বেড়েছে। তবে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ওমর ফারুক জানান, নগরীজুড়ে কঠোর লকডাউন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ১৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘরের বাইরে আসছেন, তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরীর ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, যারা লকডাউন দেখতে ঘরে বাইরে আসছেন, তাদের সতর্ক করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়