ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রমেকে আটক ৬ ব্যক্তিকে কারাগারে প্রেরণ

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৪ জুলাই ২০২১  
রমেকে আটক ৬ ব্যক্তিকে কারাগারে প্রেরণ

রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালের (রমেক) স্টোর থেকে ভূয়া চালান দিয়ে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার কৌশলে বের করে নিয়ে যাওয়ার সময় আটক ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) তাদের প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাতে রংপুর মহানগর কোতোয়ালি থানায় রমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ভুয়া চালানের মাধ্যমে প্রতারণা করে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়। 

রংপুর মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ আটক ছয় জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘এ মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা উদঘাটন হবে।’

অভিযুক্ত ছয় ব‌্যক্তি হলো- ট্রাক চালক জহুরুল ইসলাম (৪৩), মো. হাবিল (২৯), মো. সুজন হোসেন (২৯) ও হেলপার সাঈদ হাসান (২৯), সাইফুল ইসলাম (৩৪) এবং আশিক রায় (২৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

রমেক পরিচালক ডা. রেজাউল করিম জানান, পুরো ঘটনাটি প্রতারণার ফাঁদ হতে পারে। হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এটি কোনো চক্রের ষড়যন্ত্র হতে পারে। তবে এ ঘটনায় হাসপাতাল থেকে কোনো তদন্ত কমিটি করা হয়নি।

আমিরুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়