ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউনে ধুমধাম করে বৌভাত, বর গুনলেন জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৭, ২৫ জুলাই ২০২১   আপডেট: ০৬:৪৮, ২৫ জুলাই ২০২১
লকডাউনে ধুমধাম করে বৌভাত, বর গুনলেন জরিমানা

মানিকগঞ্জে সদর উপজেলায় ধুমধাম করে বৌভাতের আয়োজন করায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে সরুপাই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

মো. মোস্তাফিজুর রহমান বলেন, সদর উপজেলার সরুপাই এলাকায় প্যান্ডেল করে বৌভাতের অনুষ্ঠানে ১২০ জন লোকের আয়োজন করা হয়।  দুপুরের পর থেকে অতিথিরা এসে খাবার খাচ্ছে। এমন খবর জানার পর ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। লকডাউন চলাকালিন সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর উজ্জ্বলকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রান্না করা খাবার জব্দ করে সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি।

চন্দন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়