Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৫ জুলাই ২০২১  
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু 

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর চার জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২০৮ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

জেলায় করোনায় মোট মারা গেছেন ৪৯৫ জনে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৯ জনের। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২ জন, দৌলতপুরে ৮৬ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩০ জন, মিরপুরের ৪৯ জন ও খোকসার ১৪ জন রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৪ জন।

কাঞ্চন কুমার/ইভা 

সর্বশেষ