ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্রীপুরে আগুনে পুড়লো ৩৬ বসতঘর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ জুলাই ২০২১  
শ্রীপুরে আগুনে পুড়লো ৩৬ বসতঘর

গাজীপুরের শ্রীপুরে আগুনে ৩৬টি বসতঘর পুড়ে গেছে। 

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে কেওয়া দক্ষিণ খণ্ড এলাকায় আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বাসার প্রত্যেক ভাড়াটিয়া স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন।  

ওই ঘরের বেশিরভাগ ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়ি চলে যাওয়ায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। এতে ঘরের মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি ঘরে একটি করে ফ্রিজ, টিভি ও খাট ছিল। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় বসতঘরের বাসিন্দারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

ওই বাসার ভাড়াটিয়া মঈন খান স্থানীয় ফখরুদ্দিন চেক্সটাইল মিলস লিমিটেডের প্যাকিং অপারেটর। তিনি জানান, ঈদের ছুটিতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে রোববার ভোরে বাসায় এসে দেখি টিভি, ফ্রিজ, ওয়্যারড্রপ, চাল, ডাল খাদ্যসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

ফাতেমা বেগম নামে একজন বলেন, ‘যা সম্পদ ছিল সব পুড়ে গেছে। আগুন লেগে মুহুর্তের মধ্যে সব ঘরে ছড়িয়ে পড়ে। এখন পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার কোনো সম্বল থাকলো না।’  

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে মিনিট দশেকের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

রফিক সরকার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়