ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরগুনায় করোনার রেকর্ড মৃত্যু ৭, শনাক্ত ১২০

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৩, ২৬ জুলাই ২০২১  
বরগুনায় করোনার রেকর্ড মৃত্যু ৭, শনাক্ত ১২০

গত ২৪ ঘন্টায় বরগুনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। একই দিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২০ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২ হাজার ৫৫০ জন। 

বরগুনা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাঃ সালামত উল্লাহ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিৎ করে বলেন, ‘করোনা ইউনিট ও প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে চিকিৎসাধীন ছিল ১ হাজার ১১ জন করোনা রোগী। এদের মধ্য থেকে হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ৭জন। ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০%।’

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সোহরাব হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে প্রাণ হারানো ৭ জনের প্রত্যেকেই বৃদ্ধ। করোনা আক্রান্ত হবার পরই যদি তাদের হাসপাতালে আনা হতো তবে রোগীদের অবস্থা এতোটা খারাপ হতো না।’

ইমরান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ