Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজে ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১০:১৮, ২৬ জুলাই ২০২১
বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজে ১৬ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন। 

তিনি আরও জানান, মারা যাওয়া ১৬ জনের মধ‌্যে ৬ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ‌্যে ১১ জন পুরুষ ও ৫ জন নারী। গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন। হাসপাতালে মোট মারা গেছেন ১০১৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৮৩ জনের। 

অপরদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস, বরিশাল বিভাগে মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২ জন নিয়ে মোট ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট ৩ হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট ৩ হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট ৪ হাজার ৬ জন, বরগুনা জেলায় ২ হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩ হাজার ৭০৪ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় বরিশালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ।

স্বপন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়