ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১২:২৪, ২৬ জুলাই ২০২১
মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু 

ইউপি চেয়ারম্যান মো. ইউনুস গাজী

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস গাজী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (২৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে মরহুমের ছোট ছেলে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক গাজী বনি ইসলাম রূপক এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজী বনি ইসলাম রূপক বলেন, শরীরে জ্বর ও বুকের ব্যাথার কারণে ঈদের পরের দিন (২২ জুলাই) তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য সেখানে ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনও করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

উল্লেখ্য, মরহুম ইউনুস গাজী হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফপিআই হিসেবে চাকরি শেষে, অবসর গ্রহণ করার পর তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তার মৃত‌্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়