Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

নরসিংদীতে একদিনে ২৪০ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১৬:১৮, ২৬ জুলাই ২০২১
নরসিংদীতে একদিনে ২৪০ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে একদিনে আরও ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন একজন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৫ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জনে।

সোমবার (২৬ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৪০ দশমিক ৬০ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১২১ জন, রায়পুরায় ১৮ জন, বেলাবতে ২৩ জন, মনোহরদীতে ০৭ জন, শিবপুরে ৩৮ জন ও পলাশে ৩৩ জন আছেন।

এ পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৭০০ জন, শিবপুরে ৬২৭ জন, পলাশে ১ হাজার ৩৯ জন, মনোহরদীতে ৩০২ জন, বেলাবোতে ৩৩২ জন ও রায়পুরাতে ৩৩৫ জন আছেন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৫০৬ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪৩৩ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪ জন, পলাশে ০৬ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৯ জন, মনোহরদী ০৫ জন ও শিবপুরে ০৯ জন।

মাহমুদ/বুলাকী

সর্বশেষ