ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে সমুদ্রে ডুবে গেছে তেলবাহী জাহাজ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৭ জুলাই ২০২১   আপডেট: ২০:৩৩, ২৭ জুলাই ২০২১
চট্টগ্রামে সমুদ্রে ডুবে গেছে তেলবাহী জাহাজ 

ফাইল ফটো

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে তেলবাহী বাংকার বার্জ (ছোট জাহাজ) ডুবে গেছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এমটি সুফলা নামের জাহাজটি ডুবে যায়। এটি সমুদ্রে অবস্থানরত বড় জাহাজে তেল সরবরাহে নিয়োজিত ছিলো। এই জাহাজ ডুবিতে হতাহত হয়নি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংকার বার্জ ডুবে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বড় জাহাজে তেল সরবরাহে নিয়োজিত এমটি সুফলা বাংকার বার্জটি হঠাৎ সমুদ্রের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে এটির আগে পাশে থাকা অন্য একটি জাহাজ ডুবন্ত জাহাজের নাবিকদের উদ্ধার করে। 

এই জাহাজে তেল ছিলো না। এটি এখন উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান সচিব ওমর ফারুক। 
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়