ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেটের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৭:১৮, ২৮ জুলাই ২০২১
করোনায় অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেটের মৃত্যু 

সানিয়া আক্তার

বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক নারী ম্যাজিস্ট্রেট মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় সানিয়া আক্তার নামের ২৯ বছর বয়সী ওই ম্যাজিস্ট্রেটের মৃত্যু হয়।

সানিয়া আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। তারা স্বামী কে এইচ এম ইমরানুর রহমান একই আদালতের ম্যাজিস্ট্রেট। তিনিও করোনায় আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রধান সমন্বয়ক ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

ডা. এস এম মনিরুজ্জামান জানান,  সানিয়া আক্তার ও তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমানকে গত ১২ জুলাই ঝালকাঠীতে র‌্যাপিট অ‌্যান্টিজেন টেস্ট করলে তারা উভয়ই করোনা পজেটিভ হন। কে এইচ এম ইমরানুর রহমানের শারীরিক অবস্থায় ভাল থাকলেও তার সানিয়া আক্তার খুবই অসুস্থ ছিলেন। তাকে ওই দিনই ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ১৬ জুলাই রাত ৭টা ৩০ মিনিটে শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল সাড়ে  ১০টায় মারা যান।

বরিশাল/স্বপন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়