ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তাল বঙ্গোপসাগর: সুন্দরবনে আশ্রয় নিয়েছে জেলেরা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৮ জুলাই ২০২১   আপডেট: ২১:০২, ২৮ জুলাই ২০২১
উত্তাল বঙ্গোপসাগর: সুন্দরবনে আশ্রয় নিয়েছে জেলেরা

বঙ্গোপসাগর উত্তাল থাকায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেরা। অতিবৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক জেলেরা মাছ শিকার না করেই ফিরে এসেছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে।

ট্রলার মালিক সমিতির তথ্যমতে, এখনও গভীর সাগর উত্তাল থাকায় সাগরেই নোঙর করে আছে অন্তত ৪ শতাধিক ট্রলার। আর সুন্দরবনে আশ্রয় নিয়েছে দুই হাজারেরও বেশি ট্রলার।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি রাইজিংবিডিকে বলেন, ‘২৩ জুলাই মধ্যরাতে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার ৬৫ দিন শেষ হয়। ওই রাতেই মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার জেলেরা।’

জেলেদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘সোমবার (২৬ জুলাই) গভীর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় পৌঁছায় তারা। ওই সময় থেকেই সাগরে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। তবে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস। সাগর উত্তাল হয়ে ওঠে। অনেক জেলে বাধ্য হয়ে মাছ শিকার না করেই ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ বুধবার (২৮ জুলাই) ঘাটে ফিরে আসেন। তবে প্রায় চার শতাধিক জেলে গভীর সাগরে জাল ফেলেছেন, তারা ফিরতে না পেরে জালের সঙ্গে ট্রলার বেঁধে নোঙর করে রেখেছেন। যেসব জেলে সুন্দরবনের কাছাকাছি এলাকায় ছিল তারা সুন্দরবনের কটকা, কচিখালী, হিরনপয়েন্ট এলাকায় আশ্রয় নিয়েছেন।’

মোস্তফা চৌধুরি আরও বলেন, ‘টানা দু’দিন ধরে অনবরত বৃষ্টি চলছে। সাগর অত‌্যন্ত উত্তাল। যেভাবে ঝড়ো বাতাস বইছে, তাতে সুন্দরবনে আশ্রয় নেওয়া জেলেরাও নিরাপদ না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সুন্দরবনে আশ্রয় নেওয়া জেলেরা ঘাটে ফিরে আসবেন।’

ইমরান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়