Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

৮ লাখ টাকার ২৭ মণের ‘কালো মানিক’ মারা গেছে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৮ জুলাই ২০২১   আপডেট: ০৮:২০, ২৯ জুলাই ২০২১
৮ লাখ টাকার ২৭ মণের ‘কালো মানিক’ মারা গেছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের কৃষক দ্বীন মোহাম্মদ প্রায় আট বছর ধরে ব্রাহমা জাতের একটি গরুটি লালন-পালন করেন। ভালোবেসে গরুটির নাম দেন ‘কালা মানিক’। এ বছর কোরবানির ঈদের আগে সেটির ওজন হয় প্রায় এক টন বা ২৭ মণ। ঢাকার এক ব্যবসায়ীর কাছে গরুটি বিক্রির জন্য ৮ লাখ টাকা দরদাম ঠিক করে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত অসুস্থতার কারণে কালা মানিককে আর নেননি ওই ব্যবসায়ী।

অবশেষে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে গরুটি মারা গেছে। দুপুরে গ্রামে গর্ত খুঁড়ে মরা গরুটি পুঁতে ফেলা হয়। গরুটি মারা যাওয়ায় দরিদ্র কৃষক দ্বীন মোহাম্মদ বড় ধরনের ক্ষতির মুখে পড়লেন। 

দ্বীন মোহাম্মদ বলেন, ‘নিয়মিত ওষুধ খাওয়ালেও সুস্থ হয়ে ওঠেনি গরুটি। এরপরও আমি চেষ্টা চালিয়ে গেছি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি সেটি মারা গেছে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষতি হলো।’ 

এ প্রসঙ্গে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘ওই কৃষক সম্ভবত স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শে গরুটিকে ওষুধ খাইয়েছেন। আমরা বিষয়টি আগে জানতে পারলে গরুর চিকিৎসায় ওই কৃষককে সহযোগিতা করতে পারতাম।’ 

রহমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়