Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৬:৫২, ২৯ জুলাই ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ায় টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে সাতটি ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন ও দুই শতাধিক যাত্রী পারাপারের অপেক্ষায় আছেন।

ফয়সাল আহম্মেদ আরও জানান, সকাল থেকে থেমে থেমে ফেরি চলাচল করছিল। নদীতে স্রোত ও বাতাস বেড়ে যাওয়ায় দুপুর ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। যে সাতটি ফেরি চলাচল করছিল, সেগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়। আবহাওয়া অনুকূলে আসায় বিকেল ৩টায় ফেরি চলাচল শুরু করা হয়।

রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়