Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

ফুটবল তুলতে গিয়ে ২ কলেজছাত্র পদ্মায় নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৭:১৬, ২৯ জুলাই ২০২১
ফুটবল তুলতে গিয়ে ২ কলেজছাত্র পদ্মায় নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দুজন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যান। 

নিখোঁজ হওয়া দুজন হলেন- ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী।  অন্যজন হলেন একাদশ শ্রেণির ছাত্র ও কুমির উদ্দিনের ছেলে সামিরুল ইসলাম সম্রাট।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলামসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন।  এ সময় ফুটবল পদ্মা নদীতে গিয়ে পড়ে।  সামিরুল ও সম্রাট বলটি উদ্ধারে নদীতে নামে।  কিন্তু ওই সময় তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়।  পরে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়েও কোনো সন্ধান পায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে পদ্মায় অভিযান চালাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, বৃহষ্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নদীতে নেমে দুজন নিখোঁদের সংবাদ পেয়ে ভেড়ামারা ইউনিটের উদ্ধারকারী দল কাজ করছে। 

কাঞ্চন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়