ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে অতিবর্ষণে পাহাড় ধস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৯ জুলাই ২০২১  
চট্টগ্রামে অতিবর্ষণে পাহাড় ধস

অতিবর্ষণে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার লালখান বাজার বায়তুল আমান হাউজিং সোসাইটিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন দফায় একটি সুউচ্চ পাহাড় ধসে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাহাড় ধসে পড়ার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ার খবর পেয়ে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা সেখানেই অবস্থান করছেন। পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধসে জান-মালের ক্ষয়ক্ষতি রোধ করতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টানা বৃষ্টিপাতে মাটি ক্ষয়ে উঁচু পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখানে আরও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে ফায়ার সার্ভিস আশঙ্কা প্রকাশ করেছে। 

প্রাণহানি বা ক্ষয়ক্ষতি রোধে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়