ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাউল সাধক হায়দার আলী আর নেই

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৯ জুলাই ২০২১   আপডেট: ২০:৩৯, ২৯ জুলাই ২০২১
বাউল সাধক হায়দার আলী আর নেই

হায়দার আলী বয়াতি

১৯৬০-এর দশকের লোকসংগীত সাধক, শিল্পী হায়দার আলী বয়াতি আর নেই। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুর উপজেলার গাইয়ার চর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও তিন নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে হায়দার আলী হার্ট ও কিডনির রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

হায়দার আলী বয়াতি রায়পুর উপজেলার গায়ার চর গ্রামে ১৯৩৭ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছেলামত উল্লাহ পাটোয়ারী এবং মায়ের নাম জেন্নাতুর নেছা।

শৈশব থেকেই তিনি গান বাজনার প্রতি আকৃষ্ট হন। তার কণ্ঠ ছিল সুমধুর। যে কোনো গান একবার শুনলেই গাইতে পারতেন। অনেক সময় সুরের মূর্চ্ছনায় বিভোর হয়ে থাকতেন তিনি। এই সুরের টানেই মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। রপ্ত করেন জারি গান, সারি গান, মারফতি, শরিয়ত, মিলনতত্ব, রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী, পালাগান ও কবিগান।

দীর্ঘ ২৩ বছর পর শিকড়ের টানে বাড়ি ফিরে আসেন। অবসান ঘটে বাউন্ডুলে জীবনের। কিন্তু বাউল সাধনা থেকে তিনি সরে আসেননি। গ্রামীণ জনপদে গানের লড়াইয়ে অংশ নিয়ে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। 

এই বাউল শিল্পীর মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ অনেকে। 

জাহাঙ্গীর/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়