ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে করোনা শনাক্তের রেকর্ড 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৫০, ১ আগস্ট ২০২১
হবিগঞ্জে করোনা শনাক্তের রেকর্ড 

হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ‌্যক ৩৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৪৩ জনে।

শনিবার (৩১ জুলাই) দিবাদত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।

ডেপুটি সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদরে ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪ জন, লাখাইয়ে ২ জন , বাহুবলে ৯ জন, বানিয়াচংয়ে ২৩ জন, নবীগঞ্জে ৪১ জন, মাধবপুরে ৪৯, আজমিরীগঞ্জে ৩ জন। ৭৯২ টি নমুনা পরীক্ষায় এরা শনাক্ত হন। শনাক্তের হার ৪৩.৯ শতাংশ। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫০০ জন। মারা গেছেন ৩০ জন।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়