ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১ আগস্ট ২০২১   আপডেট: ১০:৪৮, ১ আগস্ট ২০২১
কুষ্টিয়ায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে নতুন করে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে আরো ১৮১ জনের।

শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এই ১৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিলো।

রোববার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ১৯১ জন ও উপসর্গ নিয়ে ৫২ জন মোট ২৪৩ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৩৩ জনের নমুনায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৯৫ শতাংশ।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল বারী বাপ্পি জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালের ৩০টি হাই ফ্লো নাজাল ক্যানুলার মধ্যে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট হয়ে গেছে। এ কারণে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ভোগান্তি পৌঁহাতে হচ্ছে।

এদিকে ১০ম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে জেলার শিল্প-কারখানাগুলো চালু হয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হয়েছে।

কাঞ্চন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়