ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৩৪, ১ আগস্ট ২০২১
কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

ফাইল ফটো

টানা ভারী বর্ষণের দু-একদিন পর আবারও শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে শহরের প্রধান সড়কের পাশাপাশি গলি সড়কগুলোও পানিতে ডুবে গেছে। 

পাহাড়ের ঢালে বসবাসকরা মানুষকে নিরাপদ জায়গায় সরে যেতে জেলা প্রশাসন থেকে আহ্বান করা হচ্ছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, গতরাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত আরও কয়েক দিন থাকতে পারে। এই মুহূর্তে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে থাকা মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং চলছে। যাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তারা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আসতে পারেন। 

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি টিম মাঠে রয়েছে। এসব টিমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক আছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। 

কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান রাইজিংবিডিকে বলেন, এই মুহূর্তে আবহাওয়ার সতর্কতা সংকেত জারি নেই। রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজারে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

গত ২৭ জুলাই কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১০নং ক্যাম্পে পাহাড় ধস হয়। এ ঘটনায় শিশুসহ ছয়জন মারা যায়।  
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়