ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুকুরের মাতৃস্নেহে বিড়াল ছানার বেঁচে থাকা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২ আগস্ট ২০২১  
কুকুরের মাতৃস্নেহে বিড়াল ছানার বেঁচে থাকা

কুকুর আর বিড়ালের মধ‌্যে বন্ধুত্ব একটি বিরল ঘটনা। কিন্তু মাতৃস্নেহ অন‌্য জিনিস। সেখানে কোনো শত্রুতা চলে না। থাকে কেবলই মমতা। 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। কুকুরের মাতৃস্নেহে বড় হচ্ছে একটি বিড়ালছানা। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দিব‌্যি কুকুরের দুধপান করছে বিড়ালছানাটি।

স্থানীয়রা জানান, উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পল্লী চিকিৎসক আশিষ চন্দ বর্মনের বাড়ির পোষ‌্য কুকুর ও বিড়ালটি। সম্প্রতি ওই বাড়িতে একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পর মারা যায়। মা বিড়ালের মৃত্যুতে দুধের অভাবে দুটি ছানার একটি মারা যায়। সে সময় বেঁচে থাকা ওই বিড়াল ছানাটিকে দুধ খাওয়ানো শুরু করে একটি মা কুকুর। এভাবেই কুকুরটি ধীরে ধীরে বিড়াল ছানাটির ‘মা’ হয়ে ওঠে।

পল্লী চিকিৎসক আশিষ চন্দ বর্মন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বাড়িতে একটি কুকুর ও বিড়াল বসবাস করে আসছে। বিড়ালটি দুটি বাচ্চা জন্ম দেওয়ার পর মারা যায়। এরপর থেকে দেখছি মা হারা ওই বিড়াল ছানাটি কুকুরের দুধপান করছে। প্রায় দেখি কুকুরটির দুধ পান করছে বিড়াল ছানাটি। এছাড়াও ছানাটিকে নিয়ে খেলাও করে মা কুকুরটি।’

কাকরাজান ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড ও ওই গ্রামের স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি প্রথমে আমার বিশ্বাস হয়নি। এ কারণে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি সত্যিই বিড়াল ছানাটি কুকুরের দুধ খাচ্ছে। এটি সত্যিই আশ্চর্য হওয়ার মত একটি বিষয়।’

সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, ‘এটি খুবই স্বাভাবিক বিষয়। একটি প্রাণির সঙ্গে অপর একটি প্রাণির ভালোবাসায় এটি হতেই পারে।’

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়