ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে একমাসে করোনায় ৯৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১০:০৩, ৩ আগস্ট ২০২১
গাজীপুরে একমাসে করোনায় ৯৮ জনের মৃত্যু

গত এক মাসে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৬১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২ আগস্ট)  নতুন করে গাজীপুরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এ পর্যন্ত গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪৪ জন।

গাজীপুর সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যের পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন। এখন পর্যন্ত সর্বাধিক শনাক্ত হয়েছে সদরে ১১ হাজার ৫০৯ জন। এ ছাড়া শ্রীপুরে ২ হাজার ৪২২ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯১৪ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৩০ জন এবং কালীগঞ্জে ১ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।  

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

গাজীপুর/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়