ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১০:৪২, ৩ আগস্ট ২০২১
টাঙ্গাইলে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু 

মো. রেজাউর রহমান (ছবি: সংগৃহীত)

টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা উপসর্গ নিয়ে মো. রেজাউর রহমানের (অবসরপ্রাপ্ত শিক্ষক) মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মঙ্গলবার (৩ আগস্ট) রেজাউর রহমানের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিউর রহমান বলেন, ঈদুল আজহার দিন থেকে বাবার শরীরে করোনা উপসর্গ জ্বর, ঠান্ডা ও কাশি ছিল।  সম্প্রতি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।  দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগেও ভুগছিলেন।

তিনি আরও বলেন, গত সন্ধ্যায় তার চাচা মো. ফজলুর রহমানও করনো উপসর্গে মারা যান।

মো. রেজাউর রহমান দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মরহুম তাজেক আলীর ছেলে। তিনি পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়