Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২১ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৬ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

চট্টগ্রামে বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৩ আগস্ট ২০২১  
চট্টগ্রামে বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

চট্টগ্রাম মহানগরীতে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া দপ্তর মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের। এতে বিভিন্ন স্থানে নগরীর প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি অসংখ্য বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নগরীর মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, দুই নম্বর গেট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সময় সকালে অফিসগামী ও প্রয়োজনীয় কাজে বের হওয়া নগরবাসীকে দুর্ভোগের শিকার হতে হয়। জলাবদ্ধতার কারণে নগরীর প্রধান সড়কে রিকশার আধিক্য থাকলেও অন্যান্য যানবাহন চলাচল করছে হাতেগোনা।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০ দশমিক ৬ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

রেজাউল/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়