ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনার ৩ হাসপাতালে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১১:১৮, ৪ আগস্ট ২০২১
খুলনার ৩ হাসপাতালে ৯ জনের মৃত্যু

খুলনার তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৬ জন, খুলনা সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, এবং বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন— খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মীর আব্দুর রশিদ (৮২), সদরের মাসুসা (৪৬), তেরখাদা উপজেলার সেলিনা বেগম (৬০), বাগেরহাটের রামপালের জবেদা বেগম (৯০), কচুয়ার মমতাজ বেগম (৬৩) ও নড়াইলের লোহাগড়া উপজেলার নজরুল ইসলাম (৬০)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। এরমধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়ালো জোনে ৪০ জন ও আইসিইউতে ২০ জন।

বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন— নগরীর ৪৭/৫০ বকসিপাড়া মেইন রোডের নাসরিন নাহার (৫৫) ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার হোসনেয়ারা বেগম (৬২)। বর্তমানে এই হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন— গোপালগঞ্জের মোকসেদপুরের কবিতা সরকার (৩০)। বর্তমানে বেসরকারি এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন  ৫৭ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৭জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৮ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। 

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১২জন পুরুষ ও ২৩ জন নারী। 
উল্লেখ্য, খুলনার হাসপাতালগুলোতে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়