Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে ১৭ জেলে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৭:২৪, ৪ আগস্ট ২০২১
বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে ১৭ জেলে উদ্ধার 

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ১৭ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বুধবার (৪ আগস্ট) দুপুরে নৌবাহিনীর জাহাজ বানৌজা অনুসন্ধান এই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটির মিডিয়া বিভাগ থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া বিভাগ থেকে রাইজিংবিডিকে জানানো হয়, চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় আগে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রের অথৈ জলে অনিশ্চিত অবস্থায় ভাসছিলো। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা অনুসন্ধান ট্রলারের ১৭ জন জেলেকে অক্ষত এবং নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ