ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধরলায় বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির কাতল 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৯:১৫, ৪ আগস্ট ২০২১
ধরলায় বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির কাতল 

কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা নদীতে বড়শিতে ১৮ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। 

বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা গ্রামে ধরলা নদীতে এক যুবকের ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। পরে কাতল মাছটি তাদের বড়শিতে ধরা পড়লে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সেটি নদী খেকে ডাঙ্গায় তুলতে সক্ষম হয় তারা। 

আতিকুর বলেন, ‘আমরা প্রতি বছরে বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে জীবনে এত বড় মাছ পাইনি। মাছটি পাওয়ার পর এলাকার লোকজন ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়ে ভাগ করে নিয়েছে।’ 

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, ধরলা নদীতে সাধারণত এত বড় কাতলা মাছ পাওয়া যায় না। তবে জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে। 

বাদশাহ্/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়