ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় করোনা রোগীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৫ আগস্ট ২০২১   আপডেট: ০৮:০২, ৫ আগস্ট ২০২১
খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় করোনা রোগীর আত্মহত্যা

যশোরে হাবিবুর রহমান (৪৮) নামে এক করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। হাবিবুর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হাজি জাবেদ আলীর ছেলে।

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, হাবিবুর রহমান গত ৩১ জুলাই করোনা পজেটিভ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানতে পেরেছি।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, স্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত সেবা না পাওয়ায় মনের দুঃখে তিনি আত্মহত্যা করেছেন।

যশোর জেনারের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৪টার দিকে মারা গেছেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। তার গলায় দড়ির দাগ রয়েছে।

রিটন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়