ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১০:৩৩, ৫ আগস্ট ২০২১
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শাহীন গোলদার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়