ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৫ আগস্ট ২০২১  
হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে হাতিয়া কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আটক মো. ইলিয়াছ (৩৮) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা দেশি শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুইটি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক করে।

এ ঘটনায় আসামি ও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়