ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইল শহরে এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটু পানি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৫ আগস্ট ২০২১  
টাঙ্গাইল শহরে এক ঘণ্টার বৃষ্টিতে হাঁটু পানি

টানা এক ঘণ্টার বৃষ্টিতে টাঙ্গাইল শহরের প্রধান সড়কে হাঁটু পানি জমেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন ভাল না হওয়ায় এ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টায় টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলা ভূমি অফিস, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা শিক্ষা অফিসের সামনে হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়া নিউ মার্কেট, ভিক্টোরিয়া রোড, পার্ক বাজার, শহীদ জগলু রোড, আদালতপাড়া, থানা পাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রাইভেটকার চালক প্রদীপ ঘোষ বলেন, ‘রাস্তা পানি থাকায় গাড়ির ভিতরে পানি প্রবেশ করছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি মিশে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যে পানি আছে তাতে ৬ ঘণ্টায়ও নিষ্কাশন হবে না। দুর্ভোগের আরেক নাম টাঙ্গাইল পৌরসভা।’

ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ‘রাস্তায় পানি থাকার কারণে কয়েকজন হোঁচট খেয়ে পড়ে গেছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, ‘জলবদ্ধতা হতেই পারে। রাজধানী ঢাকার শহর পানিতে সয়লাব হয়ে যায়। চিটাগাং শহরেরও একই অবস্থা। টাঙ্গাইল ছোট্ট একটা শহর তাৎক্ষণিক পানি নিষ্কাশনের তড়িৎ ব্যবস্থা আছে কোথাও। পানি আউট হতে সময় দিতে হবে। বৃষ্টিতে পানি জমাট হবে এটাই স্বাভাবিক।’

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়